পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীতে স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগষ্ট) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট এ,কে, এম আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান মিঠু কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন প্রমূখ। সভায় আগামী ১৫ আগষ্ট জাতিয় শোক দিবস স্বাস্থ্য বিধি মেনে কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
পূর্ববর্তী পোস্ট