পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় পার্টি(জেপি)’র আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা জেপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জেপি’র সাধারন সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ,যুগ্ন-সাধারন সম্পাদক বজলুর রহমান নান্নু, জেপি নেতা খান মোঃ বাচ্চু, জেপি শেখ লিটন, সাংগঠনিক সম্পাদক মনজুরূল মাহাফুজ পায়েল,যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, নুরুজ্জামান মনু, মহিলা পার্টির সাধারন সম্পাদক সিমা আক্তার. ছাত্র সমাজের সভাপতি কাইয়ুম শেখ.জয়দেব সমাদ্দার প্রমূখ। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।