হোম ফিচার কাউখালীতে জমি নিয়ে বিরোধে হামলায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

পিরোজপুর অফিস :

পিরোজপুরের কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত হয়ে মো. জলিল হাওলাদার (৪০) নামের এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।নিহত জলিল উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম বেলতলা গ্রামের মৃত আমজাদ হোসেন মুন্সি হাওলাদারের ছেলে। শনিবার (২০ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. বেলায়েত হোসেন হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানান।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতে চাচা দেলোয়ার হোসেন হাওলাদারের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলছিলো। এর জেরে শনিবার রাতে চাচা দেলোয়ার হোসেনের ছেলে স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণীর ছাত্র জাবেদ হাওলাদার সৈকত তাকে পিটিয়ে আহত করে। ওই রাতে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে তার মৃত্যু হয়।

কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন