পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালী উপজেলার আইরন ঝাপুর্সী গ্রাম থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। সোমবার মধ্যরাতে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন উপজেলার আইরন ঝাপুর্সি গ্রামের সামছুল হক রাঢ়ীর ছেলে মো.শহিদুল ইসলাম ওরফে তৌফিক (৪২) ও ঝালকাঠী থানার গুয়াটন গ্রামের ইমন আলীর ছেলে রাকিব হোসেন (২৩)। মঙ্গলবার(৯ আগষ্ট) থানা সূত্রে এ তথ্য জানা যায়।
জানাগেছে, কাউখালী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার(৮ আগস্ট) গভীর রাতে আইরন ঝাপুর্সি গ্রামের শহীদুল ইসলাম তৌফিকের বাড়িতে তল্লাশী করেন। এসময় তার রান্না ঘরের পাটাতনে থাকা জ্বালানী কাঠের ভিতর থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। এ সময় শহিদুল ইসলাম ওরফে তৌফিককে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী মোবাইল ট্র্যাকিং করে ওই অস্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে রাকিব নামের আরো এক যুবককে ওই রাতেই গ্রেফতার করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বনি আমীন জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার তিনজনকে আসামি করে কাউখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।