হোম ফিচার কাউকে দাওয়াত দিয়ে সংলাপে ডাকা হবে না: আমু

রাজনীতি ডেস্ক:

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হো‌সেন আমু বলেছেন, কাউকে দাওয়াত দিয়ে সংলাপে ডাকা হবে না৷

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বুধবার (৭ জুন) বিআইসিসি’তে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আমু বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংলাপও আহ্বান করা হয়নি৷ সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে৷ সব দলকে তা মেনেই নির্বাচনে আসতে হবে৷

তিনি বলেন, জনগণ ভোটের মাধ্যমে কারা সরকারে থাকবে, সেই সিদ্ধান্ত নেবে৷ এর ব্যত্যয় হওয়ার সুযোগ নাই৷ দেশে আর কখনোই সাংবিধানিক সংকট তৈরি হতে দেবে না আওয়ামী লীগ৷

এর আগে মঙ্গলবার (৬ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দল আয়োজিত প্রতিবাদ সভায় আমু বলেন, প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির সামনে বিএনপির সঙ্গে মুখোমুখি বসে রাজনৈতিক সংকট ও আগামী নির্বাচনের একটা সুরাহা করতে চায় আওয়ামী লীগ।

তিনি বলেন, আলোচনা বাদে অন্যকোনো পন্থায় সংকটের সমাধান সম্ভব নয়। আর অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার পাঁয়তারা করলে প্রতিরোধ করবে জনগণ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন