জাতীয় ডেস্ক:
রাজধানী ঢাকাকে যানজটমুক্ত এবং আরও গতিশীল করতে সায়েদাবাদ থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তর করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ‘ঢাকা নগর আন্তঃজেলা বাস প্রান্ত’ নামে নতুন টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ৯ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
পরে তিনি জানান, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই টার্মিনালটির কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা রয়েছে। সে অনুযায়ী কাজ চলছে।
রাজধানী ও আশপাশের এলাকার বাসিন্দাদের নিত্যদিনের ভোগান্তি যানজট। যা নগরবাসীকে হাঁপিয়ে তুলেছে। দীর্ঘদিনের এই জন ভোগান্তি দূর করতে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। সেই উদ্দেশ্য বাস্তবায়নে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের সাড়ে বারো একর জমির ওপর নতুন টার্মিনালের নির্মাণ কাজ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে যার নির্মাণ ব্যয় হবে আঠাশ কোটি টাকা।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে ঢাকা ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের জানান, কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল চালু হলে এখান থেকেই দেশের চট্রগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার সব ধরনের গণপরিবহন চলাচল করবে। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে শুধুমাত্র নগর পরিবহন সেবায় নিয়োজিত বাসগুলো চলবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কোনো বাস আর সায়েদাবাদে আসবে না। কাঁচপুর বাস টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হলে ঢাকার যানজট কমে আসবে এবং নগর পরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে বলে তিনি মনে করেন।
যানজট নিরসনে সরকারের আরও কয়েকটি পরিকল্পনার কথা উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, পরবর্তীতে রাজধানী ঢাকার বাইরে আন্তঃজেলা বাস চলাচলের জন্য হেমায়েতপুর, কামরাঙ্গীরচরসহ বেশ কয়েকটি স্থানে বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। তারই প্রথম উদ্যোগ কাচঁপুরে এই বাস টার্মিনাল।
তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতেই টার্মিনালের মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, চালক, হেলপার ও শ্রমিকদের জন্য ছাউনি নির্মাণসহ টার্মিনালে বাস রাখার উপযোগী করে তোলা হবে। আমরা আশা করছি, এই কাজগুলো হয়ে গেলে ফেব্রুয়ারি মাস থেকেই টার্মিনালটি চালু করতে পারবো।
পাশাপাশি রাজধানীর গণপরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের যে কোন উদ্যোগে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)’র নির্বাহী পরিচালক সাবিহা পারভীন জানান, কাঁচপুরে এই টার্মিনাল চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার প্রায় ১১ হাজার যাত্রীবাহী বাস আর রাজধানীতে প্রবেশ করবে না। ফলে ঢাকার যানজট অনেকটাই কমে আসবে। যাত্রীসেবার পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধাও থাকবে এই টার্মিনালে। ইতোমধ্যে টার্মিনালের পূর্ণাঙ্গ নকশাও অনুমোদন হয়েছে বলে জানান তিনি।
