হোম আন্তর্জাতিক কলেজছাত্রীর সঙ্গে প্রেম, শিক্ষককে ৮ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক:

বিবাহিত হয়েও কলেজছাত্রীর সঙ্গে প্রেম করার অপরাধে এক শিক্ষককে মারধর করা হয়েছে। মারধরের পর সালিস বসিয়ে ওই শিক্ষককে আট লাখ টাকা জরিমানা করা হয়। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।

রোববার (৪ জুন) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, কয়েক দিন আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়ির কাছে গেলে ওই শিক্ষককে আটক করেন তরুণীর বাড়ির লোকজন। পরে তাকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়।

বিবাহিত হয়ে প্রেম করার অপরাধে সালিশি বৈঠক ডেকে ওই শিক্ষককে আট লাখ টাকা জরিমানা করা হয়। বর্তমানে ওই শিক্ষক কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

খবরে বলা হয়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামের এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন কেশপুর থানার নেড়াদেউলের বাসিন্দা এক স্কুলশিক্ষক। পরে কলেজছাত্রীর পরিবার জানতে পারে যে, ওই শিক্ষক বিবাহিত। এতে তারা বেশ ক্ষুব্ধ হন।

কয়েকদিন আগে কলেজ ছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই শিক্ষক। ওই সময়ই তাকে ধরা হয়। এরপর দড়ি দিয়ে বেঁধে মেরে তাকে রক্তাক্ত করে দেয়া হয়।

স্থানীয়রা জানিয়েছেন, শিক্ষককে মারধরের ঘটনায় শাসকদলের কয়েকজন নেতা এবং গ্রামের মাতবররা জড়িত। তাদের এই কাজকে কেউ সমর্থন করেননি। কিন্তু ভয়ে কেউ প্রতিবাদও করেননি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন