দীপক শেঠ,কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়া সীমান্তে বিজিবি জোয়ানরা অভিযান চালিযে ৩৭৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবা (১৭ সেপ্টেম্বর) রাতে হিজলী সীমান্ত এলাকায়। হিজলদী বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, ওই ক্যাম্পের হাবিলদার ওমর আলী সঙ্গীয় জোয়ানদের সাথে নিয়ে সীমান্তে টহলকালে হিজলী কমিউনিটি ক্লিনিকে সংলগ্ন রাস্তায় ২ ব্যক্তির গতিরোধ করে।
পরে তাদের কাছে থাকা বস্তা থেকে ৩৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফেনসিডল বহনকারী গয়ড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে চঞ্চল (২০) ও বয়ারডাঙ্গা গ্রামের মতিয়ার গাজীর ছেলে মহাসীন আলী (২২) কে আটক করা হয। বিজিবি সদস্য বাদী হয়ে, আটক ব্যক্তিদের আসামী করে কলারোয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের( যার নং- ১৪, ১৭-৯-২০ ইং ) করা হয়েছে। কলারোয়া থানার আফিসার ইনচার্জ শেখ মুনীয় উল গীয়াস জানান, আটক মাদক ব্যবসায়ীদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।