দীপক শেঠ,কলারোয়া :
কলারোয়া সীমান্তে বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে বাংলাদেশী টাকা অবৈধভাবে ভারতে পাচার-কালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার(১০ আগস্ট) বেলা ২টার দিকে কাঁকডাঙ্গা বিওপি’র হাবিলদার নূর আলমের নেতৃত্বে সঙ্গীয় জোয়ানরা সীমান্তে টহল-কালে গোপন সংবাদের ভিত্তিতে কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা আমতলী নামকস্থানে গাঁড়াখালি গ্রামের মৃত: আকবর আলীর ছেলে ইব্রাহীম (৫৬)কে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে ২লাখ ৫৫হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বিজিবি সদস্য বাদী হয়ে ”বাংলাদেশী টাকা ভারতে অবৈধভাবে পাচারের অপরাধে কলারোয়া থানায় একটি মামলা(৬/১০-০৮-২০)দায়ের করা হয়েছে।