হোম অন্যান্যসারাদেশ কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২১’র ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে স্কুলের হলরুমে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাধাপদ ঘোষ।

স্কুলের শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসএমসি সদস্য গণপতি বিশ্বাস, অভিভাবক জুলিয়া পারভীন, আলি হোসেন, মোছাঃ নয়ন আক্তার, শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, দেবাশীষ সরদার, রীনা রানী পাল, জাকিয়া পারভীন, এসএসসি পরীক্ষার্থী অর্ণবী পাল রিয়া ও শিক্ষার্থী কাজল বিশ্বাস
সহ অভিভাবক, শিক্ষার্থী ও সূধিবৃন্দ ।

বার্ষিক পরীক্ষার প্রকাশিত ফলাফলে স্কুল সেরা তিন কৃতি শিক্ষার্থী ৯ম শ্রেণির মোহিত লাল বিশ্বাস, ৮ম শ্রেণির বুশরা হোসেন ও ৭ম শ্রেণির অথৈ পাল রিংকুকে পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন