কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
সমাজের বিপন্ন জনগোষ্ঠীকে তথ্য সেবায় এগিয়ে নিতে সম্মানিত সংবাদ কর্মীরা অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবেন। আপনাদের লেখনী মানুষকে নতুন পথের দিশা দেখাবে।
সোমবার(২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা নিজ অফিস কক্ষে কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মতবিনিময়কালে এ কথাগুলো বলেন।
এসময় থানার নবাগত অফিসার ইনচার্জ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানান। অফিসার ইনচার্জ আরও বলেন, আমাদের সকল কাজে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সিনিয়র সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্য নির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম ও সদস্য মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মিয়া ফারুক হোসেন স্বপন, তরিকুল ইসলাম ও রাজু রায়হান।