কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে পদোন্নতি প্রাপ্ত উপজেলা সমাজ সেবা অফিসার শেখ ফারুক হোসেনকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনার অংশ হিসাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত উপজেলা সমাজ সেবা অফিসার শেখ ফারুক হোসেন।
ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ- সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সমাজ সেবা অফিসের কর্মকর্তা শেখ সাবের হোসেন, আলহাজ্ব আব্দুস সামাদ, ক্লাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম, সদস্য সালাম খাঁন, তরিকুল ইসলাম, ফারুক হোসেন স্বপন ও রাজু রায়হানসহ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সভায়, সহকারি পরিচালক হিসাবে পদোন্নতি প্রাপ্ত উপজেলা সমাজ সেবা অফিসার কলারোয়ার কৃতি সন্তান শেখ ফারুক হোসেনকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ সম্মামনা প্রদান করা হয়।