হোম অন্যান্যসারাদেশ কলারোয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটনের প্রাণনাশের হুমকির নিন্দা ও প্রতিবাদ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের পুত্র সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম লিটনের, প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কলারোয়া প্রেসক্লাব। কলারোয়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম লিটনকে প্রাণনাশের হমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৫১৬, তাং-৩১/১২/২০২০) করা হয়েছে। এ হুমকির ঘটনায় কলারোয়া প্রেসক্লাবের সকল সাংবাদিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, সাংবাদিক মাস্টার সাইফুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মিয়া ফারুক হোসেন স্বপন, তরিকুল ইসলাম, রাজু রায়হান, সেলিম খানসহ পত্রিকা পাঠকবৃন্দ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন