হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে

দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:

কলারোয়া পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের শেষে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। সোমবার(১১ জানুয়ারী) সকাল ১০ টায় রির্টানিং অফিসারের কার্যলয় থেকে ৫ মেয়রসহ ৫২জন কাউন্সিলর প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার নাজমুল কবির, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবিরসহ প্রার্থীগণ ও নির্বাচন অফিসের কর্মচারীবৃন্দ। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগ মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বিএনপি’র মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন শেখ শরিফুজ্জামান তুহিন, আ’লীগ ঘরোনার স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনুর প্রতীক হয়েছে মোবাইল, বিএনপি’ ঘরোনার স্বতন্ত্র প্রার্থী গাজী আখতারুল ইসলামের প্রতীক নারিকেল গাছ ও তার সহধর্মিনী গৃহিনী নাসরিন সুলতানা স্বতন্ত্র প্রার্থী হিসাবে বরাদ্দকৃত জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।

এ ছাড়া পৌর সভার ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত (নারী) ৩টি ওয়ার্ডের মোট ৫২ কাউন্সিলর প্রার্থীদের মাঝে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে স্ব-স্ব প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা যায়। এ দিকে প্রতীক বরাদ্দের শেষে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা শুরু করেছেন। প্রচারণায় মাংকিং, পোস্টার, ব্যানার, মিছিল ও গণসংযোগসহ বিভিন্নভাবে প্রচারে পৌর সদর জমে উঠেছে। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী’২১’র অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচন ২১ হাজার ২শ ৮১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা যায়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন