কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রচার মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৪ জানুয়ারী) সন্ধ্যায় সরকারি কলেজ মোড়ে নির্বাচনী অফিস থেকে বের হওয়া প্রচার মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, উন্নয়নের মার্কা কি- নৌকা ছাড়া আবার কি, উন্নয়নের শপথ নিন- নৌকা মার্কায় ভোট দিন-এমনি শ্লোগানে শ্লোগানে পৌরসভা মুখরিত হয়ে ওঠে।
শতশত কর্মী সমার্থকদের উপস্থিতিতে মিছিলটি পৌর সদরের চৌ-রাস্তায় শেষ হয়ে পথ সভায় মিলিত হয়।
সভায় আগামী ৩০ জানুয়ারী পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সহ সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা পরিষদ সদস্য উপজেলা আ’লীগ সহ সভাপতি শেখ আমজাদ হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক,আ’লীগ নেতা আবু বক্কর ছিদ্দীক লাভলু, জয়নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি মাস্টার আজিজুর রহমান, আ’লীগ নেতা আব্দুস সালাম,আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, সরদার আ: রউফ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্নাসহ নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম।
s