হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে বিএনপি’র আলোচনা সভা

দীপক শেঠ, কলারোয়া(সাতক্ষীরা) :

কলারোয়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৫ জানুয়ারী) উপজেলা মোড়স্থ সাবেক এমপি হাবিবের বাসভবনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশীদ মিয়া। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন, ফারুক আহম্মেদ মুকুল, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সহ.সভাপতি আখলাকুর রহমান শেলী, সাধারণ সম্পাদক মেয়রপ্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল।

বক্তারা, আগামি ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য কলারোয়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন