হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পুলিশি অভিযানে ভারতীয় রুপাসহ এক চোরাকারবারী গ্রেফতার

কলারোয়া পুলিশি অভিযানে ভারতীয় রুপাসহ এক চোরাকারবারী গ্রেফতার

কর্তৃক Editor
০ মন্তব্য 97 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে রুপাসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চোরকারবারী ভ্যান চালক সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রামের আরশাদ ঢালীর ছেলে মাসুদুর রহমান খোকন ঢালী (৪৫)।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের নেতৃত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল,সেকেন্ড অফিসার রাজ কিশোর পালসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে পৌর সদররে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের সম্মুখে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সীমান্ত থেকে কলারোয়া অভিমুখে আসা এক ভ্যান চালকের গতিরোধ করে তল্লাসী করা হয়। তল্লাসী শেষে ভ্যান চালক চোরাকারবকারী খোকন ঢালীর কাছ থেকে ৯ প্যাকেট (১১ কেজি ৭শ’০৫ গ্রাম) ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য-৯ লাখ ৩৬ হাজার ৪১৬ টাকা বলে জানা যায়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা (যার নং-৭,৫-১১-২০ ইং) দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন