কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়া পাবলিক ইনস্টিটিউট পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কপাই সভাপতি সহিদুল ইসলাম।
সভাটি কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজার পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পাঠাগার সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্যা, দপ্তর সম্পাদক ফারুক হোসেন স্বপন, প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল, পরিচালনা পরিষদের সদস্য প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রভাষক শাহাদাৎ হোসেন, মাস্টার অনুপ কুমার ও অফিস সহকারি নিয়াজ আহমেদ খাঁনসহ সদস্যবৃন্দ।
সভায়,নতুন বছরের ক্যালেন্ডার-২১”, খেলাধূলাসহ সাংগঠনিক বিভিন্ন বিয়য় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়। ।