হোম অন্যান্যসারাদেশ কলারোয়া থানা প্রশাসনের মাধ্যমে গৃহহীন রিজিয়া খাতুনের হাতে গৃহের দলিলপত্র হস্তান্তর

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

মুজিব বর্ষে অঙ্গীকার, গৃহহীন থাকবে না এ পরিবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ কর্তৃক সারাদেশের ন্যায় কলারোয়া থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহের দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে ।

দেশব্যাপি একযোগে রবিবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কলারোয়া থানা থেকে প্রচারিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান সহ সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
কনফারেন্স শেষে মোছাঃ রিজিয়া খাতুনের হাতে নির্মিত গৃহের দলিলপত্র হস্তান্তর করা হয়। থানা পুলিশের মাধ্যমে প্রধান মন্ত্রীর উপহার নতুন ঠিকানা(গৃহ) পেয়ে খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়ে রিজিয়া খাতুন।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন