কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে ২৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২২ পিছ ফেনসিডিল সহ ০২ জনকে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) কলারোয়া থানা এলাকার অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উত্তর সোনাবাড়ীয়া গ্রামের মোঃ খাদেমুল বিশ্বাস(৩০) এবং ২২ বোতল ফেনসিডিল সৃহ বোয়ালিয়া গ্রামের মৃত নেছার আলী দালালের ছেলে আনারুল দালাল(৩৭),কে গ্রেফতার করেছেন কলারোয়া থানা পুলিশ।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স গ্রেফতার করেন। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।