কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়া থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (আ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো: হাবিবুর রহমান বিপিএম। শনিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত থানায় অবস্থান করে তিনি সার্বিক বিষয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে থানা পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, অফিসার ইনচার্জ(তদন্ত) হারান চন্দ্র পাল ও সেকেন্ড অফিসার এআই রাজ কিশোর পাল সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি (আ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো: হাবিবুর রহমান বিপিএিমকে কলারোয়া থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা,সালাম প্রদর্শন ও সম্মামনা প্রদান করা হয়।