হোম অন্যান্যসারাদেশ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ওক্সি মিটার’ যন্ত্র প্রদান

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ওক্সি মিটার’ যন্ত্র প্রদান

কর্তৃক
০ মন্তব্য 95 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া :

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘Change the lives foundation’ এর পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সহযোগীতায় ” ১ টি ‘oxy meter” যন্ত্র প্রদান করা হয়েছে । রবিবার (১৯জুলাই) বেলা ১১ টার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের হাতে ওক্সি মিটার(oxy meter) যন্ত্রটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম। প্রদানকালে উপস্থিত ছিলেন “সেবা” র উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা,মাস্টার মাসউদ পারভেজ মিলন, “সেবা “র আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মাস্টার আঃ ওহাব মামুন,সাংবাদিক সরদার জিল্লু, “সেবা”র সদস্য সাংবাদিক আরিফুল হক চৌধুরী ও মনিরুল আলম টিটুসহ সংগঠনের সদস্যবৃন্দ । উল্লেখ্য,কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদেরসহ মানুষের শরীরে ওক্সিজেন পরিমাপের জন্য ওক্সি মিটার (oxy meter) যন্ত্রটি প্রদান করা হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন