হোম অন্যান্যসারাদেশ কলারোয়া উপজেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও তার সুযোগ্য সন্তান ইউএনও’র উপর হামলার প্রতিবাদে নিন্দা ও মানববন্ধন

কলারোয়া উপজেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও তার সুযোগ্য সন্তান ইউএনও’র উপর হামলার প্রতিবাদে নিন্দা ও মানববন্ধন

কর্তৃক
০ মন্তব্য 127 ভিউজ

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা):

কলারোয়ায় উপজেলা পরিষদের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তার সুযোগ্য কণ্যা ইউএনও’র উপর হামলার প্রতিবাদে নিন্দা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলাবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার সুযোগ্য কণ্যা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কর্মকর্তা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নিন্দা জানিয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ,কৃষি অফিসার রফিকুল ইসলাম, ডাক্তার শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাত ৩ টার দিকে দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)’র সরকারি বাসভবনে সন্ত্রাসীরা প্রবেশ করে ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে মরণাপন্ন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন