সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় কলারোয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকের উদ্যোগে পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধ’ শেখ মুজিবুর রহমানের প্রতি বিন্ম্র শ্রদ্ধা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে পৌর সদরের বিশ্বাস মার্কেটস্থ আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ কার্য্যনির্বাহী সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা আ’লীগের সহ-সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, সাধারন সম্পাদক আলিমুর রহমান, আ’লীগ নেতা প্রভাষক আমজাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, যুবলীগ নেতা কাউন্সিলর শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন, আ’লীগ নেতা প্রভাষক আব্দুল মান্নান, ইউপি সদস্য এরশাদ আলী, মাস্টার আসাদ, সাংবাদিক সরদার জিল্লু, যুবলীগ নেতা ডালিম হোসেন, শেখ রাজু রায়হানসহ আ’লীগ নেতা-কর্মীবৃন্দ।
