হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ৮ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীর বিষপানে আত্মহত্যা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় ৮ম শ্রেণীতে অধ্যায়নরত এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। আত্মহননকারী রুমা খাতুন (১৪) চন্দনপুর হাইস্কুলের ছাত্রী। সে সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের আবু তাহের বিশ্বাসের মেয়ে।

স্থানীয়রা জানায়, রবিবার (৩১ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সকলের অজান্তে রুমা বাড়িতে থাকা বিষ ট্যাবলেট পান করে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাৎক্ষনিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু (ইন্না..রাজেউন) হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) জোহর নামাজবাদ জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা যায়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন