হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০ অনুষ্ঠিত

কলারোয়ায় ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০ অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 204 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ৫টি কলেজ ও ২০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৫জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ওই প্রতিযোগীতার ব্যবস্থা করা হয়। এবারের অলিম্পিয়াডে এক কথায় প্রশ্নের উত্তরের ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় কলেজ পর্য়ায়ের সিনিয়র গ্রুপে ১ম স্থান অধিকার করেছেন কলারোয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বাপ্পী রঞ্জন দে। ২য়, ৩য় ও ৪র্থ স্থান অধিকার করেছেন যথাক্রমে একই কলেজের নাফিসা তাবাসসুম, আহমেদ ইমতিয়াজ ও জয়ন্ত কুমার ঘোষ।

৫ম স্থান অধিকার করেছেন বেগম খালেদা জিয়া কলেজের হাসিবুল ইসলাম। অন্যদিকে মাধ্যমিক পর্য়ায়ে ১ম স্থান অধিকার করেছে কলারোয়া সরকারি জিকেএমকে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ফুয়াদ সালিম। একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র নাফিউজ্জামান নিশান ও মীর শাহরিয়ার ইসলাম আপন যথাক্রমে ২য় ও ৪র্থ স্থান অধিকার করেছেন। ৩য় ও ৫ম স্থান অধিকার করেন ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনের ১০ম শ্রেণির প্রান্ত মুখার্জী ও বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মো. আবু সাঈদ। প্রতিযোগীতার সকল কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, কলারোয়া সরকারি কলেজের প্রভাষক শাহনেওয়াজ, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব ও সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন