হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় স্বাগতিক দল ফাইনালে

কলারোয়ায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় স্বাগতিক দল ফাইনালে

কর্তৃক Editor
০ মন্তব্য 74 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া (সাতক্ষীরা):

কলারোয়া ফুটবল একাডেমির আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় স্বাগতিক কলারোয়া ফুটবল একাডেমি জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শনিবার (১০ অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের খেলায় খোরদো ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে কলারোয়া ফুটবল একাডেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

অতিথি হিসাবে মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন কলারোয়া ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ব্যাংকার জাহিদুর রহমান খাঁ চৌধুরী, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, ক্রীড়া সংগঠক আব্দুর রহিম বাবু, রেজাউল করিম লাভলু, সাংবাদিক মোসলেম আহম্মেদ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, কলারোয়া নিউজের সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, ক্রীড়া সাংবাদিক হাবিবুর রহমান রনি, সাংবাদিক নাজমুল হোসেনসহ ফুটবল প্রেমী দর্শকবৃন্দ।

সেরা খেলোয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের হাবিবুল্লাহ। খেলাটি পরিচালনা করেন, মোশারাফ হোসেন, সাজু হালদার ও আবু সাঈদ। খেলার ধারা বিবরণীতে ছিলেন সহ: অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, রুস্তম আলী ও মিজানুর রহমান।

উপজেলার শতরুপা জুয়েলার্সের স্বত্ত¡াধিকারীসহ জুয়েলারি সমিতি বন্ধু মহলের অর্থায়নে খেলাটি পরিচালিত হয়েছে বলে জানা যায়। আগামী শনিবার একই মাঠে ফাইনাল খেলায় কলারোয়া ফুটবল একাডেমি বনাম ধলদা ফুটবল একাদশ (শার্শা) মুখোমুখি হবে বলে খেলার আয়োজক কমিটির কর্মকর্তারা জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন