কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২দিনের নমুনা পরীক্ষায় নতুন ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১২ আগষ্ট) ১৩ জনের র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষায় ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা-২৩ ভাগ।
করোনায় আক্রান্ত ৩ ব্যক্তি হলেন, কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের ইকবাল হোসেন(৩৬), জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের মোতাচ্ছিন বিল্যা(১৮) ও পৌর সভার তুলশিডাঙ্গা গ্রামের সাহিদুর রহমান(৫৫)।
একইভাবে হাসপাতালে নমুনা পরীক্ষায় বুধবার (১১ আগষ্ট) ১০ জনের মধ্যে ১ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শতকরা শনাক্তের হার ১০ ভাগ। আক্রান্ত ব্যক্তি হলেন- উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের মাসুদা আক্তার(৫৫)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সরকারি নির্দেশনায় ভ্যাক্সিন প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এ দিকে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় লকডাউনের ব্যবস্থা বরা হয়েছে বলে জানা যায়।