হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :

কলারোয়ায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ জানুয়ারী) দুপুরে কলেজের হলরুমে ডিএইচএমএস কোর্সের(২০২২-২৩) শিক্ষাবর্ষের ৫৫ জন শিক্ষার্থীর বরণ করে নেয়া হয়। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারিকের সভাপতিত্বে ও প্রভাষক ডাঃ হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত কলেজ পরিচালনা পরিষদের সদস্য ডাঃ আশিকুর রহমান, মাওলানা জিয়াউল যুক্তিবাদী, শফিকুর রহমান, প্রভাষক ডাঃ সানজিদা আক্তার, ডাঃ ফাতেমা খাতুন ও নবীন শিক্ষার্থী ওবায়দুল্লাহ, সাবিতুন নাহার সহ শিক্ষার্থীবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন