দীপক শেঠ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনধিঃ
কলারোয়ায় সড়ক সম্প্রসারণ কাজের উদ্বোধন ও সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খুলনা (সওজ)’র তত্তবিধানে শনিবার (১৬ জানুয়ারী) সকাল ১১ টায় সরশকাঠি-কলারোয়া সড়ক এইচ,বি,বি দ্বারা পার্শ্ব সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
কলারোয়া পৌর সদরের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ সংলগ্ন বামখালী অভিমুখের রাস্তা সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন খুলনা (সাওজ)’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, তত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস। উদ্বোধকালে অতিথি হিাসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ঠিকাদার মহিউদ্দিন গাজী লিমিটেডের স্বত্বাধিকারী এস এম রাশেদুজ্জামান আশরাফ আলী ও সাইফুল হক লিটন, আ’লীগ নেতা মফিজুল ইসলাম, সাংবাদিক আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, মাওলানা কামরুল ইসলাম,সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন আসাদুজ্জামান আসাদ, সেলিম খাঁন, তরিকুল ইসলামসহ সূধিবৃন্দ।
উল্লেখ্য, সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের বাস্তবায়নে কেশবপুর-সরশকাঠি-কলারোয়া সড়ক এইচ,বি,বি দ্বারা পার্শ্ব সম্প্রসারণ কাজের সাড়ে ৬ কি:মি: রাস্তাটি ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারণ করা হবে বলে জানা যায়। পরে ব্রজবাকসা ইসলামপুর দাখিল মাদ্রাসার আয়োজনে এমপি এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদ্রাসা কমিটির সভাপতি ও ইউনিয়ন আ’লীগ সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা রবিউল হাসান, মাদরাসার সুপার ইদ্রিস আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এপিপি এ্যাড: আশরাফুল আলম বাবুসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার আমিরুল ইসলাম।