কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী এক যুবক নিহত ও নিহতের শিশু পুত্র মারাত্মক আহত হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে’ সোমবার(২১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের সীমান্তবর্তী কাদপুর গ্রাম সংলগ্ন এলাকায়। নিহত আবু বক্কার(৪৫) উপজেলার কাদপুর গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে।
মারাত্মক আহত ৫ বছর বয়সী নিহতের শিশুপুত্র রাফিদ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার সীমান্তবর্তী চান্দুড়িয়া থেকে কুমড়া বোঝাই করা একটি ট্রাক (যশোর-ট ১১-২১৪৪) একই এলাকার কাদপুর গ্রামে পৌঁছালে বাইসাইকেল আরোহী পিতা-পুত্র ওই ট্রাকটি অতিক্রম করতে যান। এসময় ট্রাকের পিছনের ডালায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই ছিটকে পড়ে যান আরোহীদ্বয়। দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় গয়ড়া বাজারের একটি ক্লিনিকে নেন।
ক্লিনিকে নেওয়ার পর পরই মৃত্যুবরণ করেন পিতা আবু বক্কার (৪৫)। মারাত্মক আহত শিশুপুত্র রাফিদকে (৫) কলারোয়া উপজেলা স¦াস্থ্যকেন্দ্র হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর মৃতদেহ উদ্ধার করে তবে নিহতরে পরিবার থেকে কোন মামলা দায়ের না করায় লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয় তবে কুমড়াবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।