কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কলারোয়ায় স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন অব্যাহত রয়েছে। “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) ৮দিন অতিবাহিত হলেও অনির্দিষ্টকালের ওই কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡রে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী চলাকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু উপস্থিত হয়ে তাদের নৈতিক দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
‘তিনি বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে বলেন সরকারের সীমাবদ্ধতার কথা চিন্তা করে কর্মবিরতিদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি সরকার পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সকলকে দায়িত্ব পালনে অগ্রণী ভুমিকা রাখার আহবান জানান। কর্মসূচি পালনকারী বক্তারা বলেন, ‘ঘোষণা মোতাবেক স্বাস্থ্য পরিদর্শক পদ ১১তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদ ১২তম গ্রেড ও স্বাস্থ্য সহকারী পদ ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসন করতে হবে।
এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে। কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শেখ আবু আজাদ, শাহাদৎ হোসেন, সদস্য সচিব আবুল বাশার, স্বাস্থ্য পরিদর্শক (এইচ.আই) নূর মোহাম্মদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এ.এইচ.আই) গোলাম সরোয়ার ও রেজোয়ান উল্লাহ, স্বাস্থ্য সহকারী (এইচ.এ) সেলিমুজ্জামান, আবুল কাশেম, ইকরামুল কবির, আবুল বাশার, শাহাদাত হোসেন, সবিতা রানী ঘোষসহ স্বাস্থ্য সহকারী ও সংশ্লিষ্ট দপ্তরের অবস্থানকারীবৃন্দ।
s
