কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায়’ স্বপ্ন চুড়া এন্ড পার্টি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। নতুনত্ব, পরিস্কার- পরিচ্ছন্ন ও রুচিশীল, খাবার পরিবেশনের প্রত্যয় নিয়ে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় পৌর সদরের সাবু মার্কেটের ২য় তলায় অবস্থিত সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আরাফাত হোসেন ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেটের স্বত্তাধিকারী মাগফুর রহমান সাবু, রেষ্টুরেন্টের স্বত্তাধিকারী মোস্তাফিজুর রহমান ও আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, শেখ আবিদুর রহমান, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, নজরুল ইসলাম তুহিন ও মনজুরুল ইসলাম মীরুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ । সব শেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন আররী প্রভাষক মাও: তৌহিদুর রহমান।
s
