কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠনে আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতি নির্বাচনী তফসিল ঘোষনা মতে মনোনয়নপত্র ক্রয়, জমাদান ও প্রত্যাহারের দিন শেষ হয়েছে। ম্যানেজিং কমিটি গঠনে ২জন শিক্ষক প্রতিনিধি ও ৪ জন (পুরুষ) অভিভাবক প্রতিনিধি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় প্রতক্ষ্য ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে বলে জানা যায়।
অনুষ্ঠিতব্য নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাউডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস জানান, ঘোষিত তফসিল অনুযায়ী স্কুলের ২ জন শিক্ষক প্রতিনিধি (সাধারন) নির্বাচনে ৩ জন সহকারী শিক্ষক প্রতিদ্বন্দীতা করছেন। প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন,সহকারী শিক্ষক শওকত আলী, সহকারী শিক্ষক স্বপন কুমার চৌধুরী ও সহকারী শিক্ষক সেলিম রেজা।
এ ছাড়া, শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) হিসাবে শিক্ষিকা রোকসানা খাতুন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। এ দিকে ৪ জন (সাধারন পুরুষ) অভিভাবক সদস্য নির্বাচনে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেছেন। প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন, উত্তর সোনাবাড়িয়া গ্রামের শিক্ষার্থী অভিভাবক আনারুল ইসলাম, একই গ্রামের আলতাফ হোসেন, মো: নাবিছদ্দীন, মনিরুল ইসলাম, দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের রিজাউল ইসলাম,এস,এম শরিফুজ্জামান, নাথপুর গ্রামের নয়ন ও রাজপুর গ্রামের শহিদুল ইসলাম। এক জন অভিভাবক সদস্য (সংরক্ষিত মহিলা) বিনা প্রতিদ্বন্দীতায় ঝাঁপাঘাট গ্রামের মোছাম্মদ রেশমা খাতুন নির্বাচিত হয়েছেন। অনুরুপভাবে দাতা সদস্য হিসাবে বিনাপ্রতিদ্বদীতায় নির্বাচিত হয়েছেন দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের নুরুল ইসলাম।
আগামী ১৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল মোতাবেক আগামী ১৫ ডিসেম্বর ভোট গ্রহনের দিন ধার্য থাকলেও সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সিদ্ধান্তে ভোটের দিন পরিবর্তন করে ১৭ ডিসেম্বর করা হয়েছে বলে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার জানান।