হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় সিংগা হাইস্কুলে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপিত

দীপক শেঠ, কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপিত হয়েছে। শুক্রবার( ১৭ মার্চ) সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।

স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন'” শিশুদের চোখ সমৃদ্ধির ন্বপ্নে রঙ্গিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু দিবসে কেক কাটা, র‍্যালি, কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেক কাটা শেষে স্কুলের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধান ঘোষ।

স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আব্দুর রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, আব্দুস সালাম, স্বপন সরকার, বদরুজ্জামান বদরু, মেহেদী হাসান, শিক্ষার্থী আব্দুল্যা, আফরোজা খাতুন, আরিফ হোসেন, লামিয়া খাতুন, নাজিয়া ফারহিন, স্টাফ সাহিদা খাতুন, ইশারুল হোসেন, নাজমুল হোসেন, মাসুম হোসেন, লিমা খাতুন সহ ছাত্র-ছাত্রীবৃন্দ। সব শেষে চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ দিকে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন