হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় সিংগা হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন

কলারোয়ায় সিংগা হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন

কর্তৃক
০ মন্তব্য 79 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া :

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার(১৫ আগস্ট) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত¡রে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন,সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বদরুজ্জামান,শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী,শিক্ষক নেতা সাইফুল ইসলাম, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব,সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ,মাস্টার উৎপল সাহা, কলারোয়া মডেল হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিন, আবু সাঈদ, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সভাপতি সহিদুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাবেক কর্মকর্তা ও আ’লীগ নেতা সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সদস্য নিঁয়াজ আহম্মেদ খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। পরে সিংগা হাইস্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহনে অংকন প্রতিযোগীতা, কবিতা আবৃতি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুলের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মাস্টার আব্দুস সবুর,শিক্ষিকা নাসরিন আখতার, শিক্ষার্থী আবু সাঈদ,আল মামুন, আফরোজা খাতুন,তন্ময় সরকার। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার আজিজুর রহমান, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, স্বপন সরকার,শফিকুল ইসলাম, বদরুজ্জামান, শুভংকর মজুমদারসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার আ: সালাম। এ দিকে, কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল,মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়,বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়,সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়,কলারোয়া আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামজিক প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন