কলাারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৮ জুন) সকাল ১১ টার দিকে প্রধান শিক্ষকের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বারবার নির্বাচিত স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিটির অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, মাস্টার আব্দুল আলিম, বাবুল আক্তার, শিক্ষক প্রতিনিধি সাংবাদিক দীপক শেঠ, নাসরীন আক্তার ও স্বপন সরকার। সভার শুরুতেই সম্মানিত সদস্যদের পরিচিতি ও সর্ব সম্মতিক্রমে বিদ্যুৎসাহী সদস্য (কো-অপ্ট) হিসাবে সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সমাজ সেবক ওসমান গণিকে অর্ন্তভ’ক্ত করা হয়।
