হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় সামাজিক উদ্যোগ ফোরামের ত্রি-মাসিক সভা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় সামাজিক উদ্যোগ ফোরামের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার অগ্রগতি সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সামাজিক উদ্যোগ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রউফ।

সভায় ভিজিডি সংক্রান্ত বিষয়, নির্বাচন সংক্রান্ত বিষয়, দাতা সংস্থার ভিজিট সংক্রান্ত বিষয় ও ইউনিয়ন পর্যায়ে কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি সমাজ সেবক শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিলা রাণী হালদার, অগ্রগতি সংস্থার কলারোয়ার প্রোগ্রাম অফিসার কামরুন নাহার রেখা, ফোরামের কর্মকর্তা বিল্লাল হোসেন আবির, শেখ জাহিদুল হক, রেহেনা খাতুন, রেজওয়ানা লিলি, আব্দুল কাদের, জুলফিকার আলী, আনিছুর রহমান, শিউলি রাণী, নজরুল ইসলাম, কৃষ্ণ চন্দ্র পাল, ফাইমা খাতুন, শেখ আনিছুর রহমান, স্বপ্না মন্ডল, সংস্থার প্রোগ্রাম ফ্যাসিলিটেটর লকিতা রাণী ও নাজমুল হক রাজুসহ ফোরামের সদস্যবৃন্দ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন