দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়া উপজেলা পূজা উৎযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ঠ সমাজ সেবক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু মনোরঞ্জন সাহা পরলোকগমণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।
পারিবারিকভাবে জানা যায়, মনোরঞ্জন সাহা দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (২৮ জানুয়ারী) সকালে শারীরিকভাবে তিনি আরো অসুস্থতা বোধ করলে তাকে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বেলা দেড়টার দিকে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যা, নাতি- নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত, পৌর সদরের গোপীনাথপুর মহা শ্মশানে মনোরঞ্জন সাহার বিদেহী আত্মার অন্তেষ্টি ক্রিয়া( শবদাহ কার্য ) সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানা যায়।
মনোরঞ্জন সাহার মৃত্যুতে কলারোয়া উপজেলা ব্যাপি শোকের ছায়া নেমে এসেছে। কলারোয়ার সিনিয়র সিটিজেন, সকলের পরিচিত ব্যক্তি, সমাজ কর্মী ও সনাতন ধর্মীয় নেতা মনোরঞ্জন সাহার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক সহ সকল শ্রেণী পেশার মানুষ তার পৌর সদরের বাড়িতে শেষবারের মতো দেখতে ছুটে আসেন। সেখানে শোকের মাঝে সকলেই বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
