হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ষাটোর্দ্ধ এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

কলারোয়ায় ষাটোর্দ্ধ এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 106 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় ষাটোর্দ্ধ এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার(২৫ নভেম্বর) বিকালে মৃত ব্যক্তির ব্যবহৃত তালাবদ্ধ নতুন বসতঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মোসলেম উদ্দীন বিশ্বাস (৬২)। তিনি কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের মৃত নৈমুদ্দীন বিশ্বাসের ছেলে। থানা সূত্রে জানা যায়, নিহত মোসলেম উদ্দীন ও তার স্ত্রী নতুন বাড়িতে বসবাস করতেন। ছেলে তজাকেন পুরাতন বাড়িতে বসবাস করেন। মঙ্গলবার তার স্ত্রী বাড়িতে ছিলেন না।

বুধবার মোসলেম উদ্দীনের এক মেয়ে বাবার সাথে দেখা করার জন্য ওই বাড়িতে যেয়ে বাবার কোন সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকে। এ সময় আশপাশের লোকজনকে নিয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে খাটের উপর কাপড়ে ঢাকা গলাকাটা অবস্থায় তার পিতার লাশ দেখতে পায়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, বুধবার বিকাল ৫টার দিকে বিষয়টি জানতে পেরে পুলিশ সদস্যদের ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের ঘটনাটি কখন, কী কারণে ঘটেছে সেটি তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন