কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় “শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৩ ফেব্রæয়ারী) সকাল ১১টায় কলারোয়া পৌর সভা মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আমাদের কলারোয়া প্রকল্প ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। প্রধান বক্তা ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা একাডেমী সুপারভাইজার তাপস কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।
অন্যদেও মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি সুপার আয়নুদ্দীন আহমেদ, শিক্ষিকা পার্বতী পাল, রোজিনা খাতুন, নাজনীন হাসিনা, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তা সোহেল রানা বাবু, মো: মাসুদ প্রমুখ। কর্মশালায় আগামী ২২ শে মার্চ “বিশ্ব পানি দিবস” পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
s
