হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় মাস্ক বিতরণ ও ভূমিহীন-গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করলেন ডিসি মোস্তফা কামাল

কলারোয়ায় মাস্ক বিতরণ ও ভূমিহীন-গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করলেন ডিসি মোস্তফা কামাল

কর্তৃক Editor
০ মন্তব্য 125 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, কলারোয়ায় শীতকালীন করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী হিসাবে মাস্ক বিতরণ ও মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করলেন। জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান, অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ‘করোনা প্রতিরোধে ফেস মাস্ক অন্যতম প্রতিরোধক। তাই নিজেদের সুরক্ষায় ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান আবশ্যক। মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোরতা অবলম্বন করা হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন, কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

এ সময় অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, এসএম মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, শামছুদ্দীন আল মাছুদ বাবু, মোয়াজ্জেম হোসেন, মাহবুবুর রহমান মফে,আফজাল হোসেন হাবিল, আসলামুল আলম আসলাম, রবিউল হাসান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।

মাস্ক বিতরণ অনুষ্ঠান শেষে কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা ও সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন মুজিব বর্ষের উপহার ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। প্রকল্পের কাজের মান ও অগ্রগতি পরিদর্শনকালে সেখানকার উপকারভোগীদের বাড়ির কাজ ভালভাবে তদারকি করে বুঝে নেয়ার কথা জানিয়ে বলেন ভূমিহীন-গৃহহীনদের জন্য গৃহ নির্মাণে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।’ এ সময় বিশেষভাবে উপস্থিত ছিলেন উপজেললা প্রকৌশলী নাজিমুল হক ও পিআইও সুলতানা জাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন