কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটিসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক ভাবে মাসিক আইন শৃংখলা,
এ ছাড়া অপরাধমূলক সকল কার্যক্রমের প্রতিবাদে বিভিন্ন কৌশল ও পদক্ষেপ গ্রহনের সীদ্ধান্ত নেয়া হয়েছে। অপরদিকে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আইনত ও জনসচেতনতামূলক পদক্ষেপ গ্রহনে সকলকে স্ব- স্ব অবস্থানে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংবাদিকদের সরকারের উন্নয়নসহ অনান্য বিষয়ে সঠিক তথ্য পরিবেশনের মধ্য দিয়ে পাঠকদের কাছে সকল খবর পৌঁছে দেয়ার আহবান জানানো হয় । সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হারান চন্দ্র পাল উপজেলা ব্যাপি আইন শৃঙ্খলা সমুন্নত রাখার আশাবাদ ব্যক্ত করে বলেন, থানায় এ পর্যন্ত দায়েরকৃত ৫৮টি মামলার মধ্যে ২৬ টি মামলার অভিযোগ পত্র দাখিল করা হয়েছে আর বাকি মামলাগুলি তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন। এ দিকে ২০ টি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা যায।