হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় মানব পাচার প্রতিরোধে মত বিনিময় সভা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধ :

কলারোয়ায় মানব পাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় সিডব্লিউসিএস এর বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল ও আশ্বাস এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন, থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, ভারপ্রাপ্ত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জমান বুলবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।

সভায় উপজেলা মহিলা কর্মকর্তা নুরুন নাহার, আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ইয়ারব হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, রবিউল হাসান, ইমরান হোসেন, থানার এসআই সাঈদুর রহমান,এনজিও কর্মকর্তা এ্যাড: সাকিবুর রহমান, মাহমুদুল হাসান, রুহুল আমিন, লতিফা আক্তার, সাংবাদিক এমএ সাজেদ, জুলফিকার আলী, মাস্টার মহাসিন হোসেন বাবলু, আরিফ চৌধুরী, তরিকুল ইসলাম, সেলিম খান, কামরুজ্জামান,ইসমাইল, বিজিবি প্রতিনিধি সুবেদার সামছুর আলমসহ সাংবাদিক,বে-সরকারী সংস্থার সকল কর্মকর্তা ও সূধিবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজিও প্রতিনিধি তামান্না আনজুমান। সংলাপে বক্তারা, মানবপাচার প্রতিরোধে নানান পরামর্শের কথা বলেন এবং মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব আরোপ করেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন