কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে পশুহাট মোড় পর্যন্ত মাস্ক বিতরণ করা হয়। একই সাথে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম এ রহমান, সদস্য রুস্তম আলী, আজিজুল হকসহ বীর মুক্তিযোদ্ধা ও সংস্থার সদস্যবৃন্দ। উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে মাক্স বিতরণ ও জনসচেতনাবৃদ্ধিতে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।