হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় মরহুম আব্দুল হামিদ সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০’ উদ্বোধন করলেন- এমপি এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ

কলারোয়ায় মরহুম আব্দুল হামিদ সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০’ উদ্বোধন করলেন- এমপি এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ

কর্তৃক
০ মন্তব্য 131 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় মরহুম আব্দুল হামিদ সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০’ উদ্বোধন শেষে ফাইনালে ঘোনা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর প্রাইমারী স্কুল মাঠে ৪ দলীয় নক-আউট স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফাইনাল খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ বপন।

কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আবু বক্কার ছিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, কেন্দ্রীয় আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, থানার এসআই ই¯্রাফিল হোসেন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল।

সমগ্র অনুষ্ঠানটি কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাগুলি উপভোগ করেন ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউনিয়ন আ’লীগের সিনিয়ির সহ-সভাপতি আব্দুর রউফ, প্রয়াত আব্দুল হামিদের পুত্র টুর্নামেন্টের আয়োজক মঞ্জুরুল সোহাগসহ আমন্ত্রিত অতিথি ও মাঠভরা দর্শকবৃন্দ। সকাল ১০টায় উদ্বোধনী খেলায় বলিয়ানপুর একাদশ বনাম ঘোনা ফুটবল একাদশের মধ্যে ঘোনা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ২য় খেলায় কুঠিরবাড়ী একাদশ বনাম চুপড়ি একাদশের খেলায় কুঠিরবাড়ি জয়লাভ করে ফাইনালে খেলার সুযোগ অর্জন করে। সব শেষে ফাইনাল খেলায় ঘোনা (সাতক্ষীরা) ফুটবল একাদশ – কুঠিরবাড়ি (যশোর) ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে ঘোনা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেছে চ্যাম্পিয়ন দলের খেলোয়ার তাজমুল হোসেন। খেলাগুলি পরিচালনা করেন মাস্টার মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, মোশারাফ হোসেন ও রাশেদুল ইসলাম। উল্লেখ্য, চ্যাম্পিয়ন দলের পুরস্কার হিসাবে ’ঘোড়া’ ও রানার্সআপ দলকে ’ছাগল’ পুরস্কৃত করা হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন