হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

দীপক শেঠ, কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, সোমবার(২০ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে পৌর সদরের বিভিন্ন দোকানে ওই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রি করার অপরাধে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের স্বত্তাধিকারীকে ১ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রি করার দায়ে শেখ সিড হাউজেরর মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনায় সহায়তা করেন বেঞ্চ সহকারী প্রনব কুমার সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা জানান, পবিত্র রমজান মাসে খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ সহ খাদ্যদ্রব্যের গুনগতমান নিশ্চিতকরণ ও বিভিন্ন অপরাধ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন