হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

দীপক শেঠ, কলারোয়া( সাতক্ষীরা) :

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে সার ও কীটনাশক বিক্রেতা দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার(৩০ জানুুয়ারী) বেলা দেড়টার দিকে বাটরা বাজারে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা। অভিযানে খুচরা সার বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স রহিম কৃষি ভান্ডারকে ৫ হাজার টাকা ও মেসার্স রহমাতুল্লাহ ট্রের্ডাসের স্বত্তাধিকারীকে ১০ হাজার জরিমানা করা হয়। খুচরা সার বিক্রেতার লাইসেন্স না থাকা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করার অপরাধে ওই দুই ব্যবাসায়ীকে জারিমানা করা হয়। আদালতকে সহায়তা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বেঞ্চ সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন ভূমি অফিসের প্রনব কুমার মন্ডল। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা জানান, মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে সমাজে অপরাধ দমনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন