হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে হাফিজা ক্লিনিকে আর্থিক জরিমানা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি ক্লিনিকে আর্থিক জরিমানা করা হয়া হয়েছে। বৃহস্পতিবার(২ জুন) বেলা দেড়টার দিকে পৌর সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস।

অভিযাকালে সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় হাফিজা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বৈধ কাগজপত্র না থাকায় ৫ হাজার (পাঁচ) টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও সোনাবাড়িয়া বাজার সংলগ্ন বিভিন্ন ক্লিনিকে অভিযানকালে সবুজ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে একাধিক অনিয়মের অভিযোগে ক্লিনিকের কার্যক্রম বন্ধ রাখার (সিলগালা) নির্দেশ প্রদান করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবর রহমান. থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস জানান, কলারোয়াতে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন