হোম ফিচার কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা মোহর আলী আর নেই

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা মোহর আলী (শতবর্ষ) আর নেই। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বীর সন্তান মোহর আলী বৃহস্পতিবার(১৮ নভেম্বর) বেলা ১২ টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না..রাজেউন)। মৃত্যকালে তিনি ২ স্ত্রী, ১ কণ্যা, নাতি-নাকনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার আছর নামাজ বাদ সুলতানপুর ফুটবল মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধার রাস্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। গার্ড অব অনার শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি পুষ্পস্তাবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সম্মান প্রদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। পরে একই মাঠে অনুষ্ঠিত জানাযা নামাজপূর্বক আলোচনা পরিচালনা করেন মাস্টার আসাদুর রহমান সেন্টু ও ইমামতি করেন মাওলানা হাবিবুর রহমান।

জানাযা নামাজে অতিথিবৃন্দের অংশগ্রহনে আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আহমেদ, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন ও অসংখ্য মুসুল্লিগণ। জানাযা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন